Site icon Jamuna Television

রাজধানীতে পরিবহন সংকটে অফিসগামী মানুষ বিপাকে

রাজধানীতেও গণপরিবহনের সংখ্যা কম আজ। সায়েদাবাদ থেকে অভ্যন্তরীণ রুটে চলাচল করা সব বাস বন্ধ করে দেয়া হয়েছে। ছেড়ে যাচ্ছে না দূরপাল্লার বাস।

পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে সকালে অফিসগামী মানুষকে বিপাকে পড়তে হয়। গাড়ির এবং চালকদের যথাযথ কাগজপত্র না থাকায় অনেকেই রাস্তায় নামেননি। সেইসাথে আছে সড়ক পরিবহন আইন সংস্কারের দাবি।

অন্যদিকে, ট্রাফিক পুলিশকে এখনও কঠোরভাবে আইন কার্যকর করতে দেখা যায়নি। বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্স থেকে মাইকিং করে জনগণকে নতুন সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানাতে দেখা গেছে।

Exit mobile version