Site icon Jamuna Television

বেনাপোল সীমান্তে পাচারকারীসহ ৫৪ নারী,পুরুষ শিশু আটক

বেনাপোল প্রতিনিধি
ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর বেনাপোল ও দৌলতপুর সীমান্ত থেকে এক পাচারকারীসহ ৫৪ নারী পুরুষ ও শিশু কে আটক করেছে বিজিবি। আজ বুধবার ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বাড়ি খুলনা,বাগেরহাট,নড়াইল, যশোর জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবি’র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, গোপন সংবাদে জানতে পারি পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক লোক বাংলাদেশে প্রবেশ করে শিকড়ি বটতলা মাঠে অবস্থান করছে। এ সময় বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ২৫ জন নারী পুরুষ শিশু কে আটক করা হয়।
অপর একটি অভিযানে বেনাপোল দৌলতপুর ও আইসিপি সীমান্ত থেকে এক পাচারকারী সহ ২৯ জন নারী, পুরুষ ও শিশু আটক করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

Exit mobile version