Site icon Jamuna Television

রামেক হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

রাজশাহী ব্যুরো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের তৃতীয় তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ করছে নিহত জেসমিন আত্মহত্যা করেছেন।

রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, জন্ডিসে আক্রান্ত হওয়ায় জেসমিন আরাকে গত ১৩ নভেম্বর বাগমারা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। ওই দিন থেকেই তিনি হাসপাতালের ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে সবার অগোচরে তিনি ওয়ার্ডের বাইরে গিয়ে তিনতলা থেকে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি জানান, রোগীর স্বজনরা তাকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করছেন। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ আত্মহত্যা। তারপরেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Exit mobile version