Site icon Jamuna Television

ডিজিটাল পদ্ধতিতে কর্মীদের বেতন-ভাতা প্রদানের আহ্বান শিল্পমন্ত্রীর

কর্মীদের বেতন-ভাতা পরিশোধে ডিজিটাল পদ্ধতি চালুর আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, ডিজিটাল পদ্ধতি চালু হলে শ্রমিক-কর্মচারীদের জীবন মানের উন্নয়ন হবে। বিশেষ করে পোশাক খাতের নারী শ্রমিকরা উপকৃত হবেন। ক্যাশ ব্যাক, রিওয়ার্ড পয়েন্টসহ নানা ধরনের প্রণোদনা পাবেন বেতনভোগীরা।

বুধবার সকালে, ইউএনডিপি, বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স ও সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন প্রোগ্রাম যৌথভাবে ‘ডিজিটাল ওয়েজেস সামিট’-এর আয়োজন করে। বক্তারা বলেন, ডিজিটাল পদ্ধতিতে বেতন পরিশোধ করা হলে, প্রতিষ্ঠানের প্রশাসনিক বিভাগের কর্মকর্তাদের সময় বাঁচবে। একই সাথে বেতনভোগীরা আর্থিক অন্তর্ভুক্তিতে অবদান রাখবেন। অর্থ ব্যয়ের ক্ষেত্রে গুনগত মান ধরে রাখতে পারবেন বেতনভোগীরা।

আধুনিক এই সেবা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান যমুনা গ্রুপের পরিচালক সুমাইয়া রোজালিন ইসলাম। বলেন, ডিজিটাল পদ্ধতিতে বেতন পরিশোধের একটা প্রোজেক্ট আমরা নিয়েছি। এরফলে আমাদের অনেক খরচ কমে গেছে। অডিট নির্ভরতা কমে গেছে। সিকিউরিটি গার্ড কমে গেছে। প্রোডাকশন ইফিসিয়েন্সি বেড়েছে। এর সুফল পাচ্ছেন শ্রমিক-কর্মচারীরা।

Exit mobile version