Site icon Jamuna Television

ইনজুরির কারণে অপেক্ষার প্রহর বাড়লো সাইফের

ভারত-বাংলাদেশ প্রথম দিবারাত্রির টেস্টে অভিষেকের অপেক্ষায় ছিলেন টাইগারদের টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান। চোটের কারণে সেই অপেক্ষা আরও বাড়লো তার। ছিটকে গেছেন কলকাতায় অনুষ্ঠেয় দিবা-রাত্রির টেস্ট থেকে। বুধবার সাইফের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাঠেই অনুশীলনের ফাঁকে তার আঙুলের সবশেষ অবস্থা পর্যবেক্ষণ করেন দলের ম্যানেজার সাব্বির খান ও ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। তারপর সিদ্ধান্ত জানান তারা। ইন্দোরে সিরিজের প্রথম টেস্টের সময় বদলি হিসেবে ফিল্ডিং করতে নেমেছিলেন সাইফ। স্লিপে চেতেশ্বর পূজারার ক্যাচ ধরার সময় আঘাত পান ডান হাতের কনিষ্ঠ আঙুলে। বিসিবি জানিয়েছে, ভেঙে গেছে সেই আঙুল। এখনও সেরে না ওঠাতেই তাকে বিশ্রামে রাখার পক্ষে মেডিক্যাল টিম।

২২ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। অবশ্য সাইফের কোনো বদলি ক্রিকেটারের নাম ঘোষণা করেনি বিসিবি। ইতিমধ্যেই কলকাতায় চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন সাইফ। ২১ বছর বয়সী সাইফ প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭ ম্যাচে প্রায় ৪৬ গড়ে রান করেছেন।

Exit mobile version