Site icon Jamuna Television

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বসছেন পরিবহন মালিক-শ্রমিক নেতারা

সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ধর্মঘটে থাকা বাস, ট্রাক ও পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমিতির নেতারা বুধবার (২০ নভেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনের সঙ্গে বৈঠকে বসবেন। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় রাত ৯টায় পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে যোগ দিতে বাইরে থাকা সংগঠনের নেতারা ঢাকায় আসছেন।

নতুন সড়ক পরিবহন আইন স্থগিত রাখাসহ নয় দফা দাবিতে আজ ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। নতুন সড়ক পরিবহন আইনের জরিমানার বিধান ও দণ্ডসহ কিছু ধারার সংশোধন চান তারা। এজন্য সড়ক-মহাসড়ক অচল করে দিয়েছে শ্রমিকরা। বিভিন্ন মহাসড়কে গাড়ি চলাচল বিঘ্নিত করেছে তারা। এতে জিম্মি যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। পাশাপাশি, ট্রাক-কাভার্ডভ্যান না চলায় বন্ধ পণ্য পরিবহনও।

Exit mobile version