Site icon Jamuna Television

রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

টিকাটুলিতে অবস্থিত রাজধানী সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে রাজধানী সুপার মার্কেটের পশ্চিম পাশের নিচতলায় আগুনের ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নিচতলার পুরো মার্কেটে। আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও। আগুনের ধোঁয়ায় পুরো টিকাটুলি এলাকা ছেয়ে যায়।

রাজধানী সুপার মার্কেটে ১ হাজার ৭৮৮টি দোকান রয়েছে। এর মধ্যে শতাধিক দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে

Exit mobile version