Site icon Jamuna Television

গোপনে হাসপাতাল ছাড়লেন নুসরাত!

স্বামীর জন্মদিনে টালিউডের আলোচিত নায়িকা নুসরাত জাহান অতিরিক্ত ওষুধ সেবন করে কলকাতার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন।

সুস্থ হওয়ার পর সোমবার রাতে হাসপাতাল থেকে তাকে ছুটি দেয়া হয়। এরপর অনেকটা গোপনে হাসপাতাল ত্যাগ করেন জনপ্রিয় এই অভিনেত্রী। খবর জিনিউজ।

এর আগে রোববার রাতে গুরুতর অসুস্থ অবস্থায় বসিরহাটের সংসদ সদস্য নুসরাত জাহানকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বেশি মাত্রায় ওষুধ খেয়ে ফেলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরিস্থিতি জটিল হওয়ায় তাকে রাখা হয় আইসিইউতে। রাতেই তার স্টমাক ওয়াশ করেন চিকিৎসকরা। তার পর থেকে পরিস্থিতি কিছুটা ভালো হয়।

নুসরাতের ঘটনাটি জানিয়ে ফুলবাগান থানায় একটি ডায়েরিও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তাতে জানানো হয়েছে, মাত্রাতিরিক্ত ওষুধ সেবনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যদিও শুরুতে নুসরাতের অসুস্থতার কথা ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেয়া হয়। নুসরাতের স্বামী নিখিল জানান, ক্রনিক হাঁপানি রয়েছে নুসরাতের।

Exit mobile version