Site icon Jamuna Television

করাচি থেকে কার্গো বিমানে এলো ৮২ টন পেঁয়াজ

করাচি থেকে কার্গো বিমানে করে পেঁয়াজের প্রথম চালান এসেছে ঢাকায়। বুধবার সন্ধ্যায় ৮২ টন পেঁঁয়াজ নিয়ে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দ্রুত পণ্য খালাসে কাজ শুরু করেছে কাস্টমসসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো।

উড়োজাহাজে করে আনা এই পেঁয়াজ ন্যায্যমূল্যে বিক্রি করা হবে সরকারি বিক্রয়কারী সংস্থা ট্রেডিং করপোরেশন আব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে। আনার খরচ যা-ই পড়ুক না কেন, সরকার এ ক্ষেত্রে ভর্তুকি দেবে।

এদিকে, প্রশাসনের বিভিন্ন স্তর থেকে বাজার তদারকিতে, পেঁয়াজের ঝাঁজ কমতে শুরু করেছে। এক কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৭০ টাকায়। আর আমদানি করা মিশরীয় পেঁয়াজের জন্য গুণতে হচ্ছে ১১০ টাকা।

Exit mobile version