Site icon Jamuna Television

৪ বছর পর বিয়ের কথা জানালেন মম

২০১৫ সালেই পারিবারিকভাবে বিয়ে করেছিলেন তারা। চার বছর পর প্রকাশ্যে এলো তাদের বিয়ের খবর। বলা হচ্ছে, অভিনয়শিল্পী জাকিয়া বারী মম ও পরিচালক শিহাব শাহীন দম্পতির কথা। চতুর্থ বিয়ে বার্ষিকী উপলক্ষে কেক কাটার ছবি ফেসবুকে আপলোড করার পর তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিনেত্রী মম ও পরিচালক শিহাব শাহীনের প্রেম ও বিয়ের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। দু’জনের কেউই অবশ্য তখন বিয়ের কথা স্বীকার করেননি। তবে বিভিন্ন ঘরোয়া অনুষ্ঠানে তাদের যুথবদ্ধ উপস্থিতি গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। অবশেষে গুঞ্জনই সত্যি হলো। বুধবার, ২০ নভেম্বর নিজেদের ফেসবুকে নিজেরাই জানালেন তাদের বিয়ের খবর। চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে একে অন্যকে শুভেচ্ছাও জানান এ দম্পতি।

শিহাব শাহীন তার ফেসবুকে মমর সঙ্গে কেক কাটার ছবি দিয়ে লিখেছেন, ‘চতুর্থ বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জাকিয়া বারী মম’। এর উত্তরে মম বলেছেন, ‘তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য।’

প্রেমের সম্পর্ক শেষে ২০১৫ সালের ২০ নভেম্বর পারিবারিকভাবেই বিয়ে করেছেন তারা। দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। ২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার হওয়ার মাধ্যমে বিনোদন অঙ্গনে পথচলা জাকিয়া বারী মম’র। তৌকীর আহমেদের পরিচালনায় ‘দারুচিনি দ্বীপ’ ছবিতে অভিনয় করে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিহাব শাহীনের পরিচালনায় মম অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমাটি মুক্তি পায় ২০১৫ সালে। এরপরই তারা বিয়ে করেন।

Exit mobile version