Site icon Jamuna Television

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও সব জেলায় প্রত্যাহার হয়নি ধর্মঘট

রাজধানীতে গণ পরিবহন চলাচল স্বাভাবিক হলেও ঢাকার বাইরে অনেক এলাকায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত মানছে না শ্রমিকরা। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হলেও ধর্মঘট প্রত্যাহার হয়নি সব জেলায়।

সকাল থেকেই নগরীর বিভিন্ন রুটে বাস ও পণ্য পরিবহনের ট্রাক চলাচল শুরু হয়েছে। ফিরে এসেছে কাওরানবাজার কর্মচঞ্চলতা। মধ্যরাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হওয়ায় অনেকের কাছেই সিদ্ধান্তের বিষয়টি পৌঁছায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছে নগরবাসী।

এদিকে, ঢাকার বাইরের চিত্র একেবারে ভিন্ন। বিশেষ করে খুলনা বিভাগের ১০ জেলা থেকে সকাল থেকে ছাড়েনি কোন দূরপাল্লার বাস। পণ্য পরিবহনেও অচলাবস্থা কাটেনি। বাস ছেড়ে যাচ্ছে না পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় টার্মিনাল সোনাডাঙ্গা থেকে। দূরপাল্লার বাস ছাড়ছে না বিভাগের অন্য জেলা থেকেও। অভ্যন্তরীণ রুটে কিছু বাস আর ট্রাক চললেও তার সংখ্যা খুবই কম। এতে সপ্তাহের শেষ কর্মদিবসে ভোগান্তি বেড়েছে যাত্রীদের। একই অবস্থা রাজশাহীসহ উত্তরাঞ্চলের কয়েক জেলায়। সীমিত পরিসরে বাস চলছে সবকটি রুটে। চট্টগ্রাম বিভাগেও সীমিত পরিসরে চলছে বাস।

Exit mobile version