Site icon Jamuna Television

পিরোজপুরে ট্রলারডুবিতে নিখোঁজ পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

পিরোজপুরের কাউখালীতে ট্রলারডুবিতে নিখোঁজ পিইসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ট্রলারডুবির প্রায় ৬ ঘণ্টা পর নিখোঁজ টুম্পা আক্তারের মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। বুধবার বিকেলে কাউখালীর সন্ধ্যা ও গাবখান চ্যানেল মোহনার আমড়াজুড়ি খেঁয়াঘাটে ট্রলারডুবির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খেয়া পারাপারের জন্য ট্রলারে ওঠে ১৫ জন পিইসি পরীক্ষার্থী। অভিভাবকসহ আরও ২৫ জন যাত্রী ছিল সেখানে। অতিরিক্ত মোটরসাইকেল তোলায় কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি ডুবে যায় নদীতে। সবাই সাঁতরে পাড়ে উঠলেও, নিখোঁজ হয় পিইসি পরীক্ষার্থী টুম্পা আক্তার।

Exit mobile version