Site icon Jamuna Television

দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশের অগ্রযাত্রা যেন ব্যহত না হয় সে বিষয়ে সচেতন থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দায়িত্ববোধ ও শৃঙ্খলাবদ্ধ কর্মপ্রচেষ্টার মাধ্যমে অবদান রাখতে হবে।

সর্বাবস্থায় চেইন অফ কমান্ড মেনে সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দেশ গঠনে সশস্ত্র বাহিনীর অঙ্গীকার বজায় রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যে প্রত্যাশা থেকে সেনাবাহিনী গড়ে তুলেছিলেন, সেটি আজ পূরণ হয়েছে। আমি যখন বিদেশে যাই বাইরের দেশের মানুষের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা শুনে আমার গর্ব হয়।

এসময় প্রধানমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেন।
এর আগে সেনাকুঞ্জের নবনির্মিত ও পুনর্নির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Exit mobile version