Site icon Jamuna Television

অটো রিকশা ছিনতাই চক্রের ৫ সদস্য গ্রেফতার

নওগাঁয় অটো রিকশা ছিনতাই চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় অটো চালক ভপেন হত্যাকাণ্ডের রহস্য খুঁজতে গিয়ে ওই চক্রের সন্ধান পায় পুলিশ। ভপেনকে হত্যা করে অটো রিকশা ছিনতাইয়ের কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। গ্রেফতারকৃত সকলেই নওগাঁ সদর এলাকার বাসিন্দা।

বিকেলে এক প্রেস কনফারেন্সে পুলিশ সুপার আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় অটোরিকশা ছিনতাই ও হত্যাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।

Exit mobile version