Site icon Jamuna Television

তদন্তে অবহেলা, তথ্যপাচারের কারণে ৩০ ভাগ মামলায় শাস্তি হয় না: দুদক

তদন্তে অবহেলা ও কিছু কর্মকর্তার তথ্যপাচারের কারণে দুর্নীতির ৩০ ভাগ মামলায় শাস্তি হয় না বলে মনে করেন দুদক চেয়ার‍ম্যান ইকবাল মাহমুদ। দুদকের পঞ্চদশ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় কর্মকর্তাদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এখন থেকে মামলার বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা করতে হবে। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে দুদক কর্মকর্তাদের কাজের বার্ষিক রিপোর্ট প্রদান করতে হবে। কর্মকর্তাদের সতর্ক করে বলেন, ভবিষ্যতে এমন কোন কাজ দুদক করবে না যাতে লজ্জা পেতে হয়।

এসময় দুদক কমিশনার আমিনুল ইসলাম বলেন, দুদকের হটলাইনে এখন পর্যন্ত ৩২ লাখ অভিযোগ এসেছে। এতে ঘুষ ও দুর্নীতি কমছে; যার সুফল মানুষ পেতে শুরু করেছে। বিভিন্ন মামলায় গত সাড়ে ৩ বছরে ১ হাজার ২৭৫ জন আসামি গ্রেফতার হয়েছে বলেও জানিয়েছেন আমিনুল ইসলাম।

Exit mobile version