Site icon Jamuna Television

ছাত্রলীগ সভাপতি জয় সেজে চাকরির তদবির, যুবক গ্রেফতার

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের পরিচয় দিয়ে বেসরকারি এনসিসি ব্যাংকে ফোন করে চাকরির সুপারিশ করায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আটককৃত যুবকের নাম মো. রনি আমিন ওরফে সাকিব (২৯)। বুধবার রাতে মিরপুরে সরকারি বাংলা কলেজের সামনের ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি জানায়, রনি ওরফে সাকিব ৩১ অক্টোবর ব্যাংকে ফোন করে নিজেকে ছাত্রলীগ সভাপতি নাহিয়ান খান জয় দাবি করে তার চাকরির সুপারিশ করেন। পরেই নিজেই আবার ফোন দিয়ে জয়ের রেফারেন্স দেন।

ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি জানতে পারেন ছাত্রলীগ নেতা জয়। তিনি ১২ নভেম্বর শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং বিষয়টি তিনি গোয়েন্দা বিভাগের মাধ্যমে তদন্ত করার আবেদন করেন।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মুঠোফোন ও ১৯টি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। এসব ভিজিটিং কার্ডে সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি বাংলা কলেজ শাখা ও রাজস্ব পরিদর্শক, ঢাকা ওয়াসা, পিপিআই রাজস্ব জোন-৩ লেখা রয়েছে।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাকিব প্রতারণার কথা স্বীকার করেছেন। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সাকিব বিভিন্ন সময় নিজেকে ঢাকা ওয়াসার রাজস্ব পরিদর্শক ও মিরপুর বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরিচয় দিতেন।

এ ব্যাপারে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় দারুস সালাম থানায় বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে জয় বলেন, আটককৃত ব্যক্তি আমার পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করেছে জানার পরই আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাই। এ ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।

Exit mobile version