Site icon Jamuna Television

রোগ সারাতে গিয়ে সাধুর হাতে ধর্ষণের শিকার কিশোরী

মানসিক অসুস্থতা থেকে মুক্তি পেতে সাধু ফকিরের কাছে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। খবর ভারতীয় গণমাধ্যম এই সময়’র।

অভিযুক্ত সাধু শেখর রায় বাংলাদেশি নাগরিক বলেও জানায় ভুক্তভোগী কিশোরীর বাবা-মা ও প্রতিবেশীরা।

জানা যায়, ১০ বছর ধরে মানসিক রোগে আক্রান্ত কন্যাকে সুস্থ করে তুলতে কলকাতার অদূরে মহেশতলায় সাধু শেখরের কাছে নিয়ে যায় কিশোরীর বাবা-মা। সেখানে সাধু বাবার কথামতো কিশোরীকে রেখে আসলে তাকে ধর্ষণ করে সেই সাধু।

কিশোরীর বাবা-মা জানায় এক প্রতিবেশীর মাধ্যমে তাদের পরিচয় হয় বাংলাদেশি সাধু শেখর রায়ের সাথে। শেখর নিজ এলাকায় পাগল হিসেবে পরিচিত।

কিশোরীকে মাঝরাতে ঝাড়-ফুঁক করতে হবে এজন্য তিন রাত সাধুর সাথে থাকতে হবে বলে বাবা-মাকে ফেরত পাঠিয়ে দেয় সাধু শেখর। এরপর পরপর দুই রাত তাকে ধর্ষণ করে শেখর রায়। তৃতীয় দিন তাকে আবার শেখরের আস্তানায় পাঠাতে গেলে কান্না করে দেয় কিশোরী এবং বাবা-মাকে জানায় ধর্ষণের ঘটনা।

পরবর্তীতে, বৃহস্পতিবার সেই প্রতিবেশীকে সাথে নিয়ে শেখরের আস্তানায় গিয়ে দেখা যায় সে তার স্ত্রীকে নিয়ে পালিয়ে গিয়েছে। এরপর স্থানীয়রা ঐ প্রতিবেশীকে মারধর করে।

জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রতিবেশীকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।

Exit mobile version