Site icon Jamuna Television

সাঁজোয়া ট্যাঙ্ক বিষ্ফোরণে নিহত এক ভারতীয় সেনা

নিয়মিত মহড়া চলাকালীন সময়ে হঠাৎ সাঁজোয়া ট্যাঙ্ক দুর্ঘটনায় নিহত হয়েছে এক ভারতীয় সেনা, এসময় আহত হয়েছে আরেক সেনা সদস্য।

বুধবার ভারতের রাজস্থানের জয়সলমেরে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতীয় সেনা সূত্র জানায়, বুধবার ভোরে জলসলমের ও বারমেরের মধ্যবর্তী ফলসুন্ডে অকস্মাৎ এ দুর্ঘটনা ঘটে। সেখানে টি-৯০ ট্যাঙ্ক নিয়ে ভারতীয় সেনাদের মহড়া চলছিল।

তবে সেনা সদস্যরা কিভাবে নিহত হয়েছে সে ব্যাপারে কোন তথ্য দেয়নি দেশটির সেনাবাহিনী। আহত অপর সেনা সদস্যকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, গত ১ নভেম্বর রাজস্থানের পোখরানে সাঁজোয়া ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত এক সেনা সদস্য।

Exit mobile version