Site icon Jamuna Television

গোসলের ভিডিও ধারণ করে মেয়েকে ব্ল্যাকমেইল, প্রতিবাদ করায় প্রাণ গেল পিতার

স্টাফ রিপোর্টার, যশোর
গোসলের ভিডিও ধারণ করে মেয়েকে ব্ল্যাকমেইলের প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো পিতাকে। শুক্রবার সকালে যশোরের উপশহরের ৬ নম্বর সেক্টর সারথী মিল এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রাজ্জাক (৪৫) নৈশ প্রহরী। এ ঘটনায় পুলিশ হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, প্রায় তিনমাস আগে সারথী মিল এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন গোপনে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের বিবাহিত মেয়ের গোসলের ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও দেখিয়ে গত ৩ মাস ধরে ব্ল্যাকমেইল ও অনৈতিক সম্পর্ক স্থাপনে বাধ্য করে। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রাজ্জাক এর প্রতিবাদ করতে গেলে হোসেন তার বুকে লাথি মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাকের লাশ উদ্ধার এবং হোসেনকে আটক করে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে।

Exit mobile version