Site icon Jamuna Television

আচারের বোতল ভেঙে ফেলায় স্ত্রীর মাথা ন্যাড়া করলেন স্বামী

বগুড়া ব্যুরো
বগুড়ার নন্দীগ্রাম তুচ্ছ ঘটনায় গৃহবধূর মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করে দিয়েছেন স্বামী। বৃহস্পতিবার উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরে শ্বশুরবাড়ির লোকজন মারজিয়া আকতার রূপালী নামের ওই গৃহবধূকে আটকে রাখলে শুক্রবার সকালে তার বাবা-মাকে খবর দেয়। পরিবারের লোকজন এসে রূপালীকে উদ্ধার করে। পরে পুলিশ রূপালীর স্বামী মোরশেদুল ইসলাকে আটক করে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, বৃহস্পতিবার দুপুরে রূপালীর হাত থেকে আচারের বয়াম মেঝেতে পড়ে ভেঙে যায়। এনিয়ে শাশুড়ি বেবি বেগমের সাথে তার ঝগড়া হয়। স্বামী মোরশেদুল রাতে বাসায় ফিরে এ ঘটনা শুনে স্ত্রীকে বেধড়ক মারপিট করেন। একপর্যায়ে স্ত্রীকে বাথরুমে নিয়ে মাথার চুল মুড়িয়ে ন্যাড়া করেন দেন। ঘটনার পর স্বামী ও শাশুড়ি রূপালীকে একটি ঘরে আটকে রাখেন। পরে পরিবারের সদস্যকে খবর দিলে তারা স্থানীয়দের সহায়তা রূপালীকে উদ্ধার করে।

Exit mobile version