Site icon Jamuna Television

চট্টগ্রাম বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ স্বর্ণের বার উদ্ধার

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।

দুপুরে সালাম এয়ারওয়েজের একটি বিমান মাস্কট থেকে চট্টগ্রাম পৌঁছে। সে বিমানের যাত্রীরা বের হয়ে যাওয়ার পরই উদ্ধার করা হয় স্বর্ণের বারগুলো। ধারণা করা হচ্ছে, গোয়েন্দা নজরদারীর কারণে চোরাইপথে আনা স্বর্ণের বার বাইরে নেয়ার সুযোগ না পেয়ে টয়লেটে ফেলে রাখা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষের দাবী, গোয়েন্দাদের কাছে আগে থেকেই খবর ছিল। ফলে নজরদারীও বাড়ানো হয় বিমানবন্দরে। পরে জাতীয় গোয়েন্দা সংস্থা ও শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।

Exit mobile version