Site icon Jamuna Television

সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের স্বরূপকাঠিতে সড়ক দুর্ঘটনায় রিপন হাওলাদার নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের গনমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হাওলাদার দক্ষিণপূর্ব জলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও পূর্ব জলাবাড়ি গ্রামের মনিন্দ্র নাথ হাওলাদারের ছেলে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, রিপন মোটরসাইকেল যোগে পিরোজপুর থেকে বাড়ি আসছিলো। কিন্তু পথে পিরোজপুরগামী জিনাত ক্লাসিক (খুলনা ব ১২১৫) নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে। ড্রাইভার বাবুল পলাতক।

Exit mobile version