Site icon Jamuna Television

লিটনের পর হাসপাতালে নাইম

ইডেন টেস্টের প্রথম দিনেই বিপাকে বাংলাদেশ দল। ভারতীয় পেসার ইশান্ত শর্মা আর মোহাম্মদ সামির বাউন্সারের শিকার হয়ে হাসপাতালে যেতে হয়েছে লিটন কুমার দাস ও নাইম হাসানকে। লিটনের চোট এতটাই গুরুততর ইডেন টেস্ট থেকে তিনি ছিটকে পড়েছেন।

লিটন চোটাক্তান্ত হওয়ার পর মোহাম্মদ শামির বাউন্সারে মাথায় আঘাত পান নাইম হাসান। তার বদলি হিসেবে ফিল্ডিং করছেন স্পিনার তাইজুল ইসলাম।

বাংলাদেশের ইনিংসের ২১তম ওভারে চোটাক্রান্ত হন লিটন। ঠিক পরের ওভারে ছিটকে যান নাইম।

ইশান্ত শর্মা, উমেশ যাদব আর মোহাম্মদ সামির বোলিং তাণ্ডবের কারণে ইডেন টেস্টের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট বাংলাদেশ দল।

এর আগে প্রথম টেস্টে ইন্দোরে ইনিংস ও ১৩০ রানে হেরে যায় বাংলাদেশ।

Exit mobile version