Site icon Jamuna Television

বাড়ি ফিরতে চায় আসিয়া

রাজধানীর রামপুরায় আসিয়া আক্তার নামে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার তাকে পথচারী পারভেজ ফুটপাতে পেয়ে রামপুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

শিশুটি নিজের বাবা-মা ও জেলার নাম বলতে পারলেও ঠিকনা বলতে পারছে না। তবে সে বাবা-মায়ের কাছে ফিরতে চায়।

শিশুটির তথ্য অনুযায়ী, তার বাবার নাম আব্দুল হান্নান। মা-জেসমীন। স্কুল-অক্সফোর্ড আইডিয়াল স্কুল। তার মা বাংলা শিক্ষক। গ্রামের বাড়ি ফেনী।

থানা সূত্র জানায়, রামপুরার আবুল হোটেলের বিপরীতে মামা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনের ফুটপাতে একটা মেয়ে শিশুকে দেখতে পান পারভেজ নামে এক পথচারী। পরে তিনি শিশু আসিয়াকে রামপুরা থানায় নিয়ে আসেন। বর্তমানে মেয়েটি এসির জিম্মায় আছেন। পরিচিতজন বা অভিভাবকদের রামপুরায় থানায় (০১৭১৩৩৯৮৫২৬) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Exit mobile version