Site icon Jamuna Television

পল্টি নিলেন এনসিপি নেতা শারদ পাওয়ার

শেষ মুহূর্তের নাটকীয়তায় ভারতের মহারাষ্ট্রে এনসিপি’র সাথে জোট সরকার গঠন করলো বিজেপি। শনিবার ভোরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নাভিস।

অথচ গভীর রাতেও কথা ছিল, মুখ্যমন্ত্রী হচ্ছেন শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে। শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট গঠনের সমঝোতা ছিল চূড়ান্ত। কিন্তু শেষ মুহূর্তে অবস্থান পাল্টান এনসিপি নেতা শারদ পাওয়ার। বিজেপির সাথে জোট সরকারে উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন, তার ভাইয়ের ছেলে অজিত পাওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট বার্তায় অভিনন্দন জানিয়েছেন নতুন সরকারকে। বিষয়টিকে অভ্যুত্থান বলে অভিহিত করেছে শিবসেনা। গেল অক্টোবরে বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বোচ্চ আসন পেলেও, ছিল না একক সংখ্যাগরিষ্ঠতা। মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিবাদে ভাঙন ধরে বিজেপি-শিবসেনা জোটে।

তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা এনসিপি আর কংগ্রেসের সাথে জোট গঠনের চেষ্টা করছিল শিবসেনা। টানাপোড়েন দীর্ঘায়িত হওয়ায় ১২ নভেম্বর আকস্মিকভাবেই রাজ্যে জারি করা হয় রাষ্ট্রপতির শাসন।

Exit mobile version