Site icon Jamuna Television

ঝাড়খান্ডে মাওবাদীদের হামলায় ৪ পুলিশ নিহত

ভারতের ঝাড়খান্ডে মাওবাদীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে চার পুলিশ সদস্যের। শুক্রবার রাতে রাজ্যের লাটেহার শহরে টহলরত পুলিশের গাড়িবহর লক্ষ্য করে, এলোপাতাড়ি গুলি চালায় হামলাকারীরা।

জানা গেছে, একই পথ ধরে যাওয়া রাজ্য বিজেপি’র সম্পাদক সুবোধ সিং গুড্ডুর গাড়িবহর অল্পের জন্য হামলা থেকে রক্ষা পায়। হামলাকারীদের প্রথমে দলীয় কর্মী ভাবলেও পথে হতাহতদের পড়ে থাকতে দেখে পালিয়ে প্রাণে বাঁচেন অনেকে।

৩০ নভেম্বর অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচন সামনে রেখে এর আগে কাছাকাছি এলাকাতেই সমাবেশ করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মাওবাদীদের সহিংসতা বন্ধে একদিন আগেই বৈঠক করেন ঝাড়খান্ড, ছত্তিশগড়, উত্তর প্রদেশ আর বিহারের শীর্ষ পুলিশ কর্মকর্তারা।

Exit mobile version