Site icon Jamuna Television

সাকিব কেন কলকাতা?

সাকিবকে নিষেধাজ্ঞায় ফেলা সেই জুয়াড়ি দীপকও নিষিদ্ধ

জুয়াড়ির কাছে পাওয়া প্রস্তাব গোপন করায় নিষিদ্ধ হয়েছিলেন সাকিব আল হাসান। ফাইল ছবি।

কলকাতার ইডেন গার্ডেনে যখন ভারতের বিপক্ষে নাকানিচুবানি খাচ্ছিল টাইগাররা তখন সবচেয়ে বেশি অভাব অনুভূত হচ্ছিল একজন সাকিব আল হাসানের। কী আশ্চর্য, সাকিব তখন কলকাতাতেই ছিলেন। কিন্তু, আইসিসির নিষেধাজ্ঞার কারণে মাঠের খেলা থেকে বিরত থাকতে হচ্ছে তাকে।

জানা গেছে, কলকাতার হায়াৎ রিজেন্সি হোটেলে উঠেছেন সাকিব। শুক্রবার কলকাতায় যাওয়া সাকিব আজকালের মধ্যেই ঢাকা ফিরবেন। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিবের কলকাতা যাওয়ার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। এটি সাকিবের ব্যক্তিগত সফর।

জুয়াড়ির কাছ থেকে তিনবার ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসিকে না জানানোয় সব ধরনের ক্রিকেট থেকে ১ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান।

কাকতালীয় বিষয়, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও ব্যক্তিগত কারণে বর্তমানে কলকাতায় অবস্থান করছেন।

Exit mobile version