Site icon Jamuna Television

বিয়ে করে পাল্টে গেছে সোনম, মেয়েকে নিয়ে অনিল কাপুর

বিয়ে নাকি মানুষকে পাল্টে দেয়। ব্যতিক্রম ঘটেনি বলিউড সুপারস্টার অনিল কাপুরের কন্যা সোনম কাপুরের ক্ষেত্রেও। বিয়ের পর অনেক বদলে গেছেন সোনম, ভারতের সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন অনিল কাপুর।

বলিউড অভিনেতা জানান, বিয়ের পরে সোনমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। সোনাম আর সেই ছোট্টটি নেই। সোনম এখন অনেকটাই পরিণত।

অনিল কাপুর বলেন, লন্ডনে নিজের বাড়িতে রান্না করছেন সোনম। যদিও অনিল কাপুর এখনও মেয়ের হাতের রান্না খেয়ে দেখেননি। কিন্তু তিনি শুনেছেন, সোনম নাকি বেশ ভালোই রান্না করেন।

এমনিতে মেয়ের সঙ্গে অনিল কাপুরের সম্পর্ক একেবারেই বন্ধুর মতো।

এদিকে দ্য জোয়া ফ্যাক্টর মুক্তি পাওয়ার পর সোনম কাপুরের হাতে আর কী সিনেমা রয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিয়ের পর একহাতে ক্যারিয়ার অন্যদিকে সংসার সামলাতে ব্যস্ত সময় পার করছেন সোনম কাপুর।

Exit mobile version