Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: মিয়ানমারকে মুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, কিছুদিন আগে আমি কক্সবাজারে গিয়েছিলাম সেখানে রোহিঙ্গাদের অবস্থা দেখে দুঃখ পেয়েছি। ১.২ মিলিয়ন মানুষ এত কম জায়গায় কী করে আছে? এই সমস্যা বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই বিশ্বের অন্য দেশগুলো কেউ এগিয়ে আসতে হবে।

শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠক শেষে একথা বলেন তিনি।

বান কি মুন বলেন, আমি মিয়ানমারকে অনুরোধ করব তারা যেন অতিদ্রুত রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া। রোহিঙ্গা ইস্যুর রাজনৈতিক সমাধান চায় জাতিসংঘ।

এর আগে শুক্রবার রাতে ঢাকায় পৌঁছান মুন। এই সফরে তিনি আজ বিকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩-তম সমাবর্তনে বক্তৃতা করবেন।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জুলাই জলবায়ুবিষয়ক বৈশ্বিক অভিযোজন কমিশনের সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন বান কি মুন। ওই সফরের সময় মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের খোঁজখবর নিতে তিনি কক্সবাজার গিয়েছিলেন। এর আগে ২০১১ সালে জলবায়ুবিষয়ক সম্মেলনে যোগ দিতেও ঢাকায় এসেছিলেন তিনি।

Exit mobile version