Site icon Jamuna Television

২৮৬ বিয়ের অভিযোগে রাজধানীতে যুবক গ্রেফতার

প্রতারণার মাধ্যমে ২৮৬টি বিয়ের অভিযোগে জাকির হোসেন বেপারী নামে একজনকে গ্রেফতার করেছে তেঁজগাও থানা পুলিশ।

পুলিশ জানায়, ৩৮ বছর বয়সী এই যুবক এক যুগ ধরে বিভিন্ন সময়ে কখনও কাবিন করে কিংবা শুধু কালেমা পড়ে দেশের নানা অঞ্চলে ২৮৬ জন নারীকে প্রতারণা করে বিয়ে করেন।

ফেসবুকে নিজেকে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী হিসেবে পরিচয় দিতেন লালমনিরহাট জেলার দুর্গাপুর গ্রামের জাকির।

সম্প্রতি রাজধানীর মিরপুরের এক নারী তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করলে সেই নারীকে জাকির নিজের ২৮৪টি বিয়ে করার বিষয়টি জানায়। তার অভিযোগের ভিত্তিতে জাকিরকে গ্রেফতার করে পুলিশ।

তেজগাঁও থানার এএসআই অখিল চন্দ্র বলেন, ২৮৬ বিয়ের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। সে এখন থানায় রিমান্ডে আছে।

Exit mobile version