Site icon Jamuna Television

যুবলীগকে শুদ্ধি অভিযান সফল করার আহ্বান জানালেন কাদের

চলমান মাদক ও দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযান সফল করার জন্য যুবলীগকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যুবলীগের নেতাকর্মীদের কাছে আহ্বান জানাবো, নেত্রীর শুদ্ধি অভিযান আপনারা সফল করবেন।

শনিবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে বক্তব্য রাখার সময় তিনি এ আহ্বান জানান।

যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মাদককে না বলুন। সন্ত্রাসকে না বলুন। দুর্নীতিকে না বলুন। টেন্ডারবাজিকে না বলুন। চাঁদাবাজিকে না বলুন। ভূমিদস্যুতাকে না বলুন।

তিনি বলেন, যুবলীগ যথার্থই বলে শেখ হাসিনা সফল রাষ্ট্রনায়ক। পরবর্তী জেনারেশনকে নিয়ে যিনি ভাবেন তিনিই রাষ্ট্রনায়ক।

নানা বিতর্কিত কর্মকাণ্ডে এরইমধ্যে যুবলীগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে। সংগঠনটির বেশ কয়েকজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্যও ছিটকে পড়েছেন। এই প্রেক্ষাপটে যুবলীগের ৭ম কংগ্রেস ঘিরে ছিল বাড়তি আগ্রহের সৃষ্টি হয়েছে। সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ঐতিহাসিক সংগঠনটি।

Exit mobile version