Site icon Jamuna Television

বঙ্গবন্ধু কন্যার নিরলস পরিশ্রমের সুফল আজ দেশবাসী ভোগ করছে: এমপি শাওন

ভোলা প্রতিনিধি:
বঙ্গবন্ধু কন্যার নিরলস পরিশ্রমের সুফল আজ দেশবাসী ভোগ করছে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

শনিবার দুপুরে ভোলার লালমোহনে ২০ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন শেষে এমপি শাওন এ মন্তব্য করেছেন।

এসময় তিনি আরও বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুসহ মেঘা প্রকল্প বাস্তবায়ন এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে সম্মানীত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এমপি শাওন বলেন, খালটি র্দীঘদিন যাবৎ খনন না করায় লঞ্চ চলাচলে ব্যাঘাত ঘটছিল, দুর্ঘটনার শঙ্কা ছিল। বর্তমান খনন কাজ শেষে খালটিতে লঞ্চ চলাচলে আর কোনো দুর্ভোগ থাকবে না।

বিআইডব্লিউটিএ এর অর্থায়নে লালমোহন লঞ্চ ঘাটে খনন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ এর কর্মকর্তা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।

Exit mobile version