Site icon Jamuna Television

ঢাবি বাংলা বিভাগের সাবেকরা মেতেছিল প্রাণের আড্ডায়

হেমন্তের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিল প্রাণের আড্ডায়। স্মৃতিচারণ, আড্ডা আর সেলফিবাজিতে সরব হয়ে উঠেছিল টিএসসি। ঘাসের গালিচায় প্রাণের ছোঁয়া লেগেছে বাংলা বিভাগের অগ্রজ-অনুজদের সরব উপস্থিতিতে। আর দু’বছর পর পূরণ হবে বাংলা বিভাগ প্রতিষ্ঠার শতবর্ষ।


শীতের আগমনী বার্তা প্রকৃতিতে যখন আন্দোলন তৈরি করছে, তখন হাজারো স্মৃতির ডানায় ভর করে শনিবার সকালে সবাই ফিরেছেন যেন সেই ক্যাম্পাস জীবনে। এমন আড্ডা, স্মৃতিচারণ আর সোনালী অতীত রোমন্থনে আনুষ্ঠানিকতা তো থাকবেই কিছুটা। সেখানেও অবশ্য বিশ্ববিদ্যালয় পরিবারের লোকজনই।

বাংলাদেশ আর বাঙালির অনকে অর্জনের সারথি এই বাংলা বিভাগের অনেক শিক্ষার্থী। এত বছর পর বিদ্যাপীঠে এসে আবেগাপ্লুত ছিলেন তাদের অনেকেই। হালের ট্রেন্ড, বন্ধুদের সাথে সেলফি তুলে আজকের দিনটিকে স্মরণীয় রাখতেও চেষ্টা ছিল পুরনো শিক্ষার্থীদের। তাদের প্রত্যাশা আবারও প্রাণের সাথে আবার মিলবে প্রাণ, এই বাংলা বিভাগে, শিগগিরই হয়তো।

Exit mobile version