Site icon Jamuna Television

কাতালুনিয়ায় প্রাদেশিক নির্বাচনে স্বাধীনতাকামীদের জয়

কাতালুনিয়ার আঞ্চলিক পার্লামেন্টের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে স্বাধীনতাপন্থীরা। নির্বাচনে ভোট পড়ে ৮০ শতাংশের বেশি।

স্বাধীনতাপন্থী দল টুগেদার ফর কাতালুনিয়া, রিপাবলিকান লেফট অব কাতালোনিয়া ও পপুলার ইউনিটি মিলে ৭০টি আসনে জয়ী হয়েছে। যেখানে ১৩৫ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬৮টি আসন। এরমধ্যে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট কার্লোস পিজমন্টের দল টুগেদার ফর কাতালুনিয়া, এগিয়ে রয়েছে অন্য দুটি দলের চেয়ে। এই ফলাফলে স্পেনের কেন্দ্রীয় সরকারের সাথে কাতালুনিয়ার স্বাধীনতাপন্থীদের দ্বন্দ্ব আরও তীব্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। অক্টোবরে গণভোটের রায় নিয়ে কাতালুনিয়ার স্বাধীনতার ঘোষণা দেয়ার পর কেন্দ্রীয় সরকার প্রদেশটির পার্লামেন্ট ভেঙে দিয়ে এ নির্বাচন দেয়।

Exit mobile version