Site icon Jamuna Television

দুই বাংলাদেশিকে আটক করে থানায় দিয়েছে বিএসএফ

রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশিকে আটকের পর থানায় সোর্পদ করেছে বিএসএফ। শনিবার দুপুরে বিএসএফ সদস্যরা তাদের আটকের পর বিকেলে জলঙ্গি থানায় সোর্পদ করে।

আটককৃতরা হলেন, বাঘার মীরগঞ্জ ভানুকর গ্রামের এরাজুল ইসলাম ও সুমন আলী।

বিজিবির ভাষ্য মতে, দুপুরে মীরগঞ্জ গ্রামের ৭/৮ জন দুই নম্বর কলোনীর চরে কাশি (খড়) কাটতে যায়। এসময় ভারতের মর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার দয়ারামপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা এরাজুল ও সুমনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

রাজশাহী বিজিবির অধিনায়ক ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ বলেন, দুই শ্রমিককে ফিরিয়ে
আনতে লিখিত আবদেন করলেও বিএসএফ গ্রহণ করেনি। আমরা জানতে পেরেছি তাদের জলাঙ্গী থানায় সোর্পদ করেছে।

Exit mobile version