Site icon Jamuna Television

সাতছড়ি উদ্যান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

হবিগঞ্জের সাতছড়ি উদ্যানে অস্ত্রের সন্ধানে তিন দিন ধরে চলা যৌথ অভিযান শেষ হয়েছে গত রাতে। উদ্ধার হয়েছে ১৩টি আরপিজি শেল, ১১টি চার্জার, ১৩টি পাইপ ও একটি নীল ড্রাম। সেগুলো আজ নিষ্ক্রিয় করার কথা রয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটের।

গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের সন্ধানে সেনাবাহিনীর ২০ পদাতিক ডিভিশন ও র‍্যাব-৭ এর সদস্যরা বৃহস্পতিবার রাত থেকে যৌথভাবে অভিযানটি চালায়।

জানা গেছে, সাতছড়ি উদ্যানের কনইমুচরা এলাকা থেকে পাহাড়ি ছড়া ধরে ১৬ মিনিট হাঁটলেই ঘটনাস্থল। সেটি একেবারে ভারত সীমান্ত লাগোয়া। সেখানেই চলে অভিযানটি। এর আগে, ২০১৪ সালে জুন থেকে নভেম্বর পর্যন্ত, চার দফা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক।

Exit mobile version