Site icon Jamuna Television

অস্থিতিশীল হংকংয়ে চলছে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন

অস্থিতিশীল হংকংয়ে চলছে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন। চলমান বিক্ষোভ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এবারের নির্বাচন। স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় শুরু হয় ভোটগ্রহণ।

১৮টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের ৪৫২ আসনের জন্য লড়ছেন হাজারের বেশি প্রার্থী। নিবন্ধিত ভোটার সংখ্যা রেকর্ড ৪০ লাখ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন সফল করতে প্রচারণা চালাচ্ছে সরকার বিরোধী আন্দোলনকারীরা।

লক্ষ্য, স্থানীয় পরিষদে প্রতিনিধিত্ব বাড়ানোর মাধ্যমে বেইজিংপন্থি প্রশাসনকে চাপে ফেলা। ঐতিহ্য অনুযায়ী হংকংয়ের প্রধান নির্বাহী নির্বাচনে বিশেষ ভূমিকা থাকে স্থানীয় প্রতিনিধিদের। তাই প্রধান নির্বাহী ক্যারি লামের অগ্নিপরীক্ষা হিসেবে দেখা হচ্ছে এ নির্বাচনকে।

Exit mobile version