Site icon Jamuna Television

কেনিয়ায় ভূমিধসে নিহত ৩৬

কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে অন্তত ৩৬ জনের। ওয়েস্ট পোকোট অঞ্চলের দু’টি গ্রামে নিখোঁজ অনেকে। হতাহতদের সন্ধানে চলছে উদ্ধারকাজ।

শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ধসে পড়েছে অনেক বাড়িঘর। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অন্তত চারটি ব্রিজ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক গ্রাম। এখনও বৃষ্টিপাত হচ্ছে অনেক এলাকায়। ভূমিধসের আশঙ্কা রয়েছে আরও বেশ কয়েকটি গ্রামে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

Exit mobile version