Site icon Jamuna Television

বড়শিতে ধরা পড়ল দানবাকৃতির মাছ, নিলামে বিক্রি

বড়শিতে ঠেকল দানবাকৃতির একটি মাছ। যার ওজন ১৮ কেজি ৫০০ গ্রাম! গত মঙ্গলবার ভারতের হাওড়ার উলুবেড়িয়া নামক স্থানে গঙ্গা নদীতে এ মাছ ধরা পড়ে।

এনডিটিভি জানিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারেও বড়শি নিয়ে মাছ ধরতে যান স্থানীয় এক তরুণ। দিনটি যে তার জন্য সৌভাগ্যের তা বোঝা গেল বড়শি ফেলার কিছুক্ষণ পরেই। তরুণ অনুভব করেন যে, তার বড়শিতে এমন জীবন্ত কিছু আটকা পড়েছে, যার শক্তি মানুষের সমানই। খুব কষ্টে বড়শি টেনে ওপরে তোলার পর দেখেন বিশালাকারের এক মাছের গলা আটকে আছে বড়শির কাঁটায়।

উৎফুল্ল হয়ে সেই মাছটি কয়েকজনের সাহায্যে কাঁধে বহন করে স্থানীয় ফুলেশ্বরবাজারে নিয়ে যান। ওজন করে সবার চোখই ছানাবড়া।

১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটি দেখতে তখনই ভিড় জমান এলাকাবাসী। তারা একে দৈত্যাকৃতির ভেটকি মাছ বলেন।
পরে সেই তরুণ বিশালাকার মাছটিকে নিলামে তুললে ফুলেশ্বরবাজারের এক মাছ বিক্রেতা ১২ হাজার টাকায় কিনে নেন। তিনি একে টুকরো করে বেচে দিলে ১৪ হাজার টাকা জমা পড়ে তার ঝুলিতে।

Exit mobile version