Site icon Jamuna Television

‘সন্ত্রাসবাদ যাতে বিশ্বব্যাপী মাথাচাড়া দিতে না পারে তাতে ভূমিকা রাখছে বাংলাদেশ’

পরিবর্তনশীল বিশ্বে নিরাপত্তা ও শান্তি বড় নিয়ামক আর বাংলাদেশ এই দুই নিয়ামক অর্জনে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহিদুল হক। সন্ত্রাসবাদ যাতে বিশ্বব্যাপী মাথা উঁচু করতে না পারে সেজন্য বাংলাদেশ জাতিসংঘ শান্তি মিশনে ভূমিকা রাখছে।

আজ রোববার দুপুরে রাজধানীর এক হোটেলে “শান্তি ও নারীর অগ্রযাত্রায় জাতীয় কর্মপরিকল্পনা” শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শহিদুল হক বলেন, সরকার নারীর ক্ষমতায়নে বিশ্বাসী তাই নিরাপত্তা রক্ষায় নারী কর্মীদের কাজের সুযোগ করে দিচ্ছে। এছাড়াও সরকার দেশের নিরাপত্তা বিধানে সবোর্চ্চ গুরত্ব দিয়ে কাজ করছে।

এসময় পররাষ্ট্র সচিব জানান, রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকার নিরাপত্তাসহ তাদের অধিকার রক্ষায় সচেষ্ট ভূমিকা রেখে চেলেছে।

Exit mobile version