Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর উপহারের ৯ বাস বুঝিয়ে দেয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দেয়ার ৯টি বাস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে কমলাপুর বিটিআরসি বাস ডিপোতে এই হস্তান্তর অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবেই এই বাসগুলো প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাসগুলো রক্ষণাবেক্ষণে সচেতন থাকতে অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, নতুন বাস এর চালান না আসায় এতদিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদান করা হয়নি।

তিনি বলেন, এবার ভারত থেকে ৬০০ বাস ও ৫০০ ট্রাক আমদানী করা হয়েছে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইডেন মহিলা কলেজ, কুমুদিনী সরকারী কলেজ, বান্দরবান সরকারী কলেজ, সামসুল হক খান স্কুল এন্ড কলেজসহ মোট ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৯ টি নতুন বাস প্রদান করা হয় রবিবার।

Exit mobile version