Site icon Jamuna Television

ট্রাফিক আইন মানতে কলকাতা পুলিশের অভিনব প্রচারণা!

ইডেন টেস্টে বাংলাদেশি ব্যাটসম্যানদের বেশ নাকানি চুবানি খাইয়েছেন ভারতীয় পেসাররা। ইনিংস ও ৪৬ রানের বিশাল ব্যবধানে ঐতিহাসিক ওই টেস্টে হারার আগে ক্রিজে রীতিমত অসহায় ছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা।

অনেকের গায়ে ভারতীয় বোলারদের বল আঘাত হানে। কারো হেলমেটও শিকার হয় বলের আঘাতের।

গোলাপি বলের সামনে ব্যাটসম্যানদের অসহায়ত্বের এমনই একটি মুহূর্তের ছবি দিয়ে ট্রাফিক আইন মানতে অভিনব প্রচার চালিয়েছে কলকাতা পুলিশ।

আজ রোববার কলকাতা পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেইজে একজন ব্যাটসম্যানের হেলমেটে গোলাপি বলের আঘাত লাগার দৃশ্যের ছবি পোস্ট করে ক্যাপশন দেয়া হয়েছে, ‘রাখে হেলমেট, মারে কে’! এ দিয়ে পরোক্ষভাবে বুঝানো হয়েছে, বাইক চালানোর সময় মাথায় হেলমেট থাকলে এভাবে আঘাত থেকে মাথা রক্ষা পাবে!

ট্রাফিক আইন সহ নানান বিষয়ে সামাজিক মাধ্যমে সচেতনতা বৃদ্ধিতে কলকাতা পুলিশ প্রায় অভিনব বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে।

Exit mobile version