Site icon Jamuna Television

নোটিশ টাঙালেন সরকারি কর্মকর্তা, ‘আমি ঘুষখোর নই’

অনেক সরকারি কর্মকর্তার যেখানে উপরির প্রতি ঝোঁক, সেখানে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে ঠেলে ক্লান্ত তিনি। অফিসে নোটিশ টাঙিয়েছেন, ‘আমি ঘুষখোর নই’!

তেলেঙ্গানার করিমনগরের এক সরকারি অফিসে দেখা মিলবে এমন অভূতপূর্ব দৃশ্যের। অ্যাডিশনাল ডিভিশনাল ইঞ্জিনিয়ার মি. অশোক তার দফতরের সামনে ঝুলিয়েছেন এই বোর্ড। ডিস্ট্রিবিউশন কর্পোরেশন লিমিটেড সংস্থায় কর্মরত ওই অফিসারকে নাকি কাজ আদায়ের জন্য লোকে নিয়মিতই ঘুষ সাধেন। আর তাতেই ত্যাক্তবিরক্ত হয়ে নিজেকে বাঁচাতে ওই নোটিশ টাঙাতে বাধ্য হয়েছেন তিনি।

নোটিশ যেন কারোর চোখ না এড়ায় সেজন্য অশোক তার চেয়ারের পেছনের দেওয়ালে ঝকঝকে লাল রঙের বোর্ডে সাদা রঙে তেলুগু ভাষায় এই নোটিশ লিখেছেন। প্রায় ৪০ দিন আগে লাগানো এই বোর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ বছর ধরে বিদ্যুৎ বিভাগের এই দফতরে কাজ করছেন অশোক। তার কথায়, ভয়ানক অভিজ্ঞতার শিকার তিনি। সবাই এখানে এসে ঘুষ দিয়ে আগে কাজ করাতে চায়। ১৪ বছর ধরে বলতে বলতে তিনি হয়রান। তাই আর না থাকতে পেরে এই বোর্ড লাগিয়েছেন। এবার যদি অত্যাচার বন্ধ হয়!

Exit mobile version