কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য। শুক্রবার ভোররাতে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের সিটি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে শ্যুটার গান, পাইপগানসহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে যায় ডিবি ও কুষ্টিয়া থানা পুলিশের একটি যৌথ টিম। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে ডাকাতদলের সদস্যরা। আত্মরক্ষায় পাল্টা গুলি চালানো হয়। দু’পক্ষের চলা ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে মারা যান অজ্ঞাত পরিচয় একজন।

