
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আশু আলী খান লিংকন (৩১) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৮টার দিকে ফোর্ডসবার্গে নিজ প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত আশু আলী খান লিংকন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের দলিলুর রহমান খানের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন লিংকন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তার চাচা জাফর খান জানান, জীবিকার সন্ধানে প্রায় ১০বছর আগে দক্ষিণ আফ্রিকায় যায় লিংকন। পরে জোহানেসবার্গের ফোর্ডসবার্গে ছোট একটি মোবাইল দোকানের ব্যবসা চালু করে সে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় আফ্রিকা যাওয়ার পর থেকে আর দেশে আসেনি লিংকন। চলতি বছরের ডিসেম্বরে বাড়িতে আসার কথা ছিলো তার। শনিবার রাতে একদল কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী লিংকনের দোকেন এসে মালামাল লুট করার সময় সে বাঁধা দিলে তাকে গুলি করে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিংকনে মৃত ঘোষণা করেন।
এদিকে, উপার্জনক্ষম একমাত্র সন্তানকে হারিয়ে কাঁদতে কাঁদতে বার বার মুর্ছা যাচ্ছেন লিংকনের বাবা দলিলুর রহমান ও মা সেতারা বেগম। লিংকনের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
 
				
				
				
 
				
				
			


Leave a reply