Site icon Jamuna Television

নিজ বাড়ি থেকে কোরিয়ান পপ তারকা গো হারা’র মৃতদেহ উদ্ধার

দক্ষিণ কোরিয়ার শীর্ষ পপ তারকা ও অভিনেত্রী গো হারা’র নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় তার মরদেহ উদ্ধারের কথা দক্ষিণ কোরিয়ার পুলিশ নিশ্চিত করেছে। খবর এএফপি’র।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি।

২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত কারা ব্যান্ডের সঙ্গে কাজ করার পর নিজের একক ক্যারিয়ারে প্রতি মনোযোগ দিয়েছিলেন তিনি।

সামাজিকমাধ্যমে উত্যক্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এই পপ তারকা।

Exit mobile version