Site icon Jamuna Television

মানব পাচার মামলায় ৫ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে করা একটি মানব পাচার মামলায় এক নারীসহ ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো: মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

রায়ে সব আসামির একসাথে ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সাজার আদেশও দেন বিচারক।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বটতৈল গ্রামের আকমল হোসেনের ছেলে সালাম ওরফে ডাগু ও সহোদর কানু শেখ, মৃত: সাজাহান ফকিরের ছেলে কুরবার আলী ফকির ও কুরবান আলীর স্ত্রী মিনুরা খাতুন এবং কুরবান ফকিরের ছেলে পলাতক মিজান।

ভারপ্রাপ্ত পিপি এ্যাড. সাইফুল ইসলাম বাপ্পী সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে আসামিরা পাচারের উদ্দেশ্যে সদর উপজেলার সোনাডাঙ্গা গ্রামের শফি শেখের ছেলে আজিজুল হককে মালয়েশিয়া পাঠানো কথা বলে বাড়ি থেকে নিয়ে এসে তাকে ভারত হয়ে নেপালে পাঠিয়ে দেয়। সেখানে কিছুদিন আটক থাকা অবস্থায় ভিকটিম আজিজুলকে দিয়ে বাড়িতে ফোন করে ৫ লক্ষ টাকা দাবি করে পাচারকারীরা। দাবিকৃত টাকা পরিশোধ করলেও পরে আজিজুলের আর কোন সন্ধান পায়নি স্বজনরা। এঘটনায় ১০ অক্টোবর আজিজুলের পিতা আদালতে নালিশী মামলা করেন। এমামলায় স্বাক্ষ্য শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই রায় দিয়েছেন আদালত।

Exit mobile version