Site icon Jamuna Television

ঢাকা-আরিচা মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে সড়ক ও জনপথ অধিদফতরের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকালে সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও যুগ্মসচিব মোঃ মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবর রহমান ফারুকী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে। উচ্ছেদ অভিযানের প্রথম দিনে আমিনবাজার থেকে গেন্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে নবীনগর জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হবে।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন করে রাখা হয়।

Exit mobile version