Site icon Jamuna Television

লাঙ্গলের জোয়ার ছড়িয়ে পড়বে সারাদেশে: এরশাদ

রংপুরবাসী সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

দুপুরে শুভেচ্ছা বিনিময় করতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রংপুর শহরের বাসভবন পল্লী নিবাসে যান নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় এরশাদ বলেন, মোস্তফার জনপ্রিয়তাই প্রমাণ করেছে তিনি কতটা যোগ্য। এই জয়ে সারাদেশে জাতীয় পার্টির জোয়ার বইবে বলেও মন্তব্য করেন হুসেইন মুহম্মদ এরশাদ। বলেন, এতেই জাতীয় পার্টি নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। লাঙ্গল দুর্গে কেউ হানা দিতে পারবেনা তার প্রমাণও এই জয়ে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে, নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।

Exit mobile version