Site icon Jamuna Television

বিজেপি প্রার্থীকে লাথি মেরে ফেলে দেওয়া হলো ঝোপে!

উপনির্বাচনের দিনে পশ্চিমবঙ্গের করিমপুরে দফায় দফায় আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান জয়প্রকাশ মজুমদার। গাড়ি থেকে নামতেই তার ওপর হামলে পড়ে দুষ্কৃতিকারীরা। লাগিয়ে দেয় কিল, চড়, ঘুষি। এরমধ্যে একজন কষে লাথি মারেন জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে। রাস্তার ধারে ঝোঁপের মধ্যে পড়ে যান তিনি।

কেন্দ্রীয় বাহিনী এসে বিজেপি প্রার্থী জয়প্রকাশকে উদ্ধার করে। জয়প্রকাশের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে।

এদিকে, জয়প্রকাশের ওপর এহেন হামলার নিন্দা জানাতে কমিশনের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপি প্রার্থীকে নির্যাতনের দায়ে জেলাশাসক এবং পুলিশ সুপারের গ্রেফতারের দাবি করেন তিনি। বলেন, কোনও নির্বাচনে এই ধরনের ঘটনা ঘটেনি।

Exit mobile version